ল্যাকমে ফ্যাশন উইক ২০২০
Lakme Fashion Week 2020
আনতারা রাইসা : বসন্তের আমেজ শুরু হতে না হতেই জমে উঠেছে ল্যাকমে ফ্যাশন উইক সামার রিসোর্ট ২০২০। মুম্বাইয়ের জিও গার্ডেনে জাঁকজমকপুর্ণ ভাবে পাঁচ দিন ব্যাপী চলল এই আয়োজন।
নামীদামি ডিজাইনারের চোখধাঁধানো পোশাকের প্রদর্শনের পাশাপাশি এবার ল্যাকমে ফ্যাশন উইকে তরুণ ডিজাইনারদের ও দেখা গিয়েছে। র্যাম্পে হেঁটেছেন কারিনা কাপুর, সানি লিওনি, বিপাশা বসু, সোহা আলি খান, আদিত্য রয় কাপুরের মত নামিদামি তারকারা। এক ঝলকে দেখে আসা যাক এই ফ্যাশন উইকের খবরাখবর।

ল্যাকমে ফ্যাশন শোর প্রথম দিন নবীনদের ডিজাইনারদের দাপট ছিল। অখিল নাগপাল, অনন্যা মোদী জৈন, চন্দ্রিমা অগ্নিহোত্রী, মন্নর শেঠি-হরষনা কান্দারি ল্যাকমের প্রথম সকালে পরিবেশন করেন গরমের আরামদায়ক ও উৎসবের পোশাক।
প্রথম দিনের শো–স্টপার ছিলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। ল্যাকমের শেষবেলা আরও উজ্জ্বল হয়ে ওঠে সানি লিওনি ও অনন্যা পান্ডের উপস্থিতিতে। স্বপ্নিল সিন্ধের পাশ্চাত্য পোশাক পরে র্যাম্প মাতান সানি। তাঁর পরনে ছিল ডিজনির চরিত্র ছাপা কালো খাটো ফ্রক, এর ওপরে কালো জমকালো জ্যাকেট।

ফ্যাশন উইকের দ্বিতীয় দিন ছিল টেকসই ফ্যাশন দিবস। সেদিন ল্যাকমের মঞ্চ জুড়ে ছিল ভারতীয় প্রাচীন শিল্পকলা। ডিজাইনার সৌণক-অনু-রাজীব তামিলনাড়ুর কাঞ্জিভরম এবং বাংলার মসলিন-জামদানি শিল্পকলাকে এক যুগলবন্দীতে দেখান ল্যাকমের মঞ্চে। ডিজাইনার জয়ন্তী গোয়েংকা প্রদর্শন করেন তসরের ওপর রাজস্থানি বন্ধনী। এ ছাড়া পুরো আসরে ছিল চোখজুড়ানো সাদা লিনেনের দাপট।

ল্যাকমে ফ্যাশন উইকের শেষ দিনে মঞ্চে বসেছিল নামিদামি সব তারকাদের হাট। এই দিনের শো স্টপার ছিলেন ল্যাকমের ব্র্যান্ড এম্বাসেডর কারিনা কাপুর খান। অমিত আগারওয়ালের ডিজাইন করা সবুজ গাউনে কারিনাকে মনে হচ্ছিল স্বর্গের দেবী।
শাহিন মান্নানের ডিজাইন করা পোশাকে র্যাম্পে হাঁটলেন সোহা আলি খান। তিনি পরেছিলেন বোহো ডিজাইনের স্কার্ট এবং ছোট টপস। বহুদিন পর ফের একবার র্যাম্পে হাঁটলেন আদিত্য রয় কাপুর কালো কুর্তায়। ডিজাইনার শিবান-নরেশের জন্যে র্যাম্পে হাঁটলেন আবেদনময়ি ডায়ানা পেন্টি।
ফ্যাশন ডিজাইনার সংযুক্তা দত্তর পোশাকে র্যাম্প মাতালেন বিপাশা বসু-করণ সিং গ্রোভার। বিপাশা পরেছিলেন কালো ও সোনালির মিশেলে কাতান শাড়ি। আর করন সিং পরেছিলেন তার সাথে মিলিয়ে কালো কুর্তা। জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনয় শিল্পী নোরা ফাতেহি গৌরি এবং নয়নিকার ডিজাইনে সেজে এসেছিলেন একেবারে ডিজনি রাজকন্যাদের মত করে।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি