শপথগ্রহণের আগেই বিচারপতি এফ আর নাজমুলের মৃত্যু

শপথ নেয়ার আগেই মারা গেলেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর নাজমুল।

শুক্রবার সকাল সোয়া ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান সম্প্রতি আপিল বিভাগে নিয়োগ পেয়েছিলেন। কিন্তু, অসুস্থতার কারণে শপথ নিতে পারেননি। তার আগেই মারা গেলেন এই বিচারপতি।

এফ আর নাজমুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

গত ৮ই জানুয়ারি হাইকোর্ট বিভাগ থেকে পদোন্নতি পেয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান আপিল বিভাগে নিয়োগ পান। ৯ই জানুয়ারি তার সঙ্গে নিয়োগ পাওয়া অপর বিচারপতি শপথ নেন। প্রধান বিচারপতি তাদের শপথবাক্য পাঠ করান। কিন্তু করোনা আক্রান্ত হওয়ার কারণে ওই দিন তিনি শপথ নিতে পারেননি।

সে সময় প্রধান বিচারপতি জানিয়েছিলেন এফ আর নাজমুল অসুস্থ থাকায় শপথ নিতে পারেননি। সুস্থ হলেই আপিল বিভাগের বিচারপতি হিসেবে তিনি শপথ নেবেন।

You might also like