শহীদদের প্রতি গভীর শোক এবং বিনম্র শ্রদ্ধা জানিয়ে সারা দেশে পালিত হলো জাতীয় গণহত্যা দিবস

১২২

শহীদদের প্রতি গভীর শোক এবং বিনম্র শ্রদ্ধা জানিয়ে সারা দেশে পালিত হলো জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের নিরপরাধ, নিরস্ত্র ও ঘুমন্ত সাধারণ মানুষের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার রাত ৯টায় এক মিনিটের জন্য জরুরি স্থাপনা ও চলমান যানবাহন ছাড়া সারা দেশে প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়া স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীও অনুষ্ঠিত হয়েছে।

 

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like