শাকিবের বিরুদ্ধে অস্ট্রেলিয়া থেকে যা বললেন সেই প্রযোজক

ঢালিউড মায়ানগরীর জনপ্রিয় অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণসহ নানা অভিযোগ তুলেছেন অস্ট্রেলিয়ান বাঙালি প্রযোজক রহমত উল্লাহ। গত ১৫ মার্চ অভিনেতার বিরুদ্ধে অভিযোগ তোলার পর শাকিবও তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য ছুটে বেড়িয়েছেন বিভিন্ন জায়গাতে। প্রথমে রাজধানীর গুলশান থানায় ও পরে ডিবি কার্যালয়ে হাজির হয়েছিলেন এই চিত্রনায়ক।

এদিকে, অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ সময় গত সোমবার বিকাল ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাকিবের মামলার চেষ্টা ও সংবাদমাধ্যমে দেয়া বক্তব্যসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন ‘অপারেশন অগ্নিপথ’সিনেমার প্রযোজক রহমত উল্লাহ।

তিনি লিখেছেন, অস্ট্রেলিয়ায় আসার পর জানতে পারলাম অভিনেতা শাকিব আমার বিরুদ্ধে অভিযোগ করতে প্রথমে গুলশান থানায় যান। সেখানে অভিযোগ দায়েরে ব্যর্থ হয়ে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন। তাছাড়া, তিনি সাংবাদিকদের কাছে বলেছেন, আমি চাঁদাবাজি এবং প্রতারণা করছি।

অথচ বিগত ছয় বছর ধরে শাকিবের সঙ্গে আমি নানাভাবে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে একরকম নিরুপায় হয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতিতে অভিযোগ দিয়েছিলাম। আমার অভিযোগটি খুবই সিম্পল ছিল। একটি প্রজেক্টে অর্থ লগ্নি করে যদি অন্য ব্যক্তির কারণে আমার সেই বিনিয়োগ নষ্ট হয়, তাহলে সেই ব্যক্তিকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে পারার নৈতিক এবং আইনি অধিকার আমার আছে। যদি আমার অভিযোগ মিথ্যা হতো তাহলে তিনি আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু আইনের আশ্রয় না নিয়ে বরং আমার সঙ্গে এই বিষয়টি মীমাংসা করতে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ব্যবহার করেছেন তিনি।

এদিকে, চলচ্চিত্র প্রযোজক রহমত উল্ল্যাহ শাকিব খানের নামে যে নারী সহ-প্রযোজককে ধর্ষণের অভিযোগ এনেছিলেন তার স্বপক্ষে প্রমাণ হাজির করেছেন তিনি। অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশের গণমাধ্যমের কাছে অস্ট্রেলিয়া পুলিশের তদন্ত প্রতিবেদনের একটি কপি পাঠিয়েছেন ‘অপারেশন অগ্নিপথ’সিনেমার এই প্রযোজক।