শাকিবের ‘শের খান’ অনিশ্চিত
দেশীয় চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান। তবে ক্রমেই যেন ফিকে হয়ে আসছে তার ক্যারিয়ারের জৌলুস। গেল কয়েক বছরে একের পর এক ছবির ঘোষণা দিয়ে বেশ জমিয়ে নিয়েছিলেন শাকিব খান। এতে তার ভক্ত-অনুরাগীরাও হয়ে উঠেছিলেন চাঙা।
কিন্তু কে জানত এরপরের গল্পটা হৃদয় ভাঙার। এখন সেই গল্পই লেখা হচ্ছে। ঘোষণা দেওয়া ছবিগুলো একে একে না হওয়ার দলে ভিড়ছে। এবার সেই তালিকায় উঠে এসেছে বিগ বাজেটের সিনেমা ‘শের খানে’র নামও।
জানা গেছে, ‘রাজকুমার’, ‘প্রিয়তমা’, ও ‘প্রেমিক’ ছবির মতো শাকিবের ‘শের খান’ সিনেমাটিও হচ্ছে না। ২০২২ সালের শেষের দিকে শাকিব খানকে নিয়ে এই সিনেমার ঘোষণা দিয়েছিলেন ‘মিশন এক্সটিম’ খ্যাত জনপ্রিয় পরিচালক সানী সানোয়ার।
গত বছর জানা গিয়েছিল, ২০২৩ সালের মার্চে শুরু হবে ‘শের খান’ সিনেমার শুটিং। ছবিটি শেষ করা হবে টানা শুটিংয়ের মাধ্যমে। তারপর নতুন বছরের যেকোনো একটি বড় উৎসব বেছে নেওয়া হবে সিনেমাটির মুক্তি জন্য।
কিন্তু বর্তমানে নানা জটিলতার কারণে ‘শের খানের’ শুটিং করা সম্ভব হচ্ছে না। তবে কবে শুরু হবে সে বিষয়েও চূড়ান্ত তারিখ জানা যায়নি চলচ্চিত্র সংশ্লিষ্টদের পক্ষ থেকে।
এদিকে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন জানিয়েছে, আপাতত হচ্ছে না ‘শের খান’। চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুট শুরু হওয়ার সম্ভবনা আছে। তবে ঠিক কী কারণে এখন সিনেমাটি হচ্ছে না সে প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সুনির্দিষ্ট কোন তথ্য জানায়নি।
গত বছর খবর প্রকাশ হয়েছিল ‘শের খান’ নামের সিনেমায় যুক্ত হচ্ছেন শাকিব। সে সময় নায়ক-পরিচালক চুক্তিও স্বাক্ষর করেছিলেন। তখন শাকিব খানও জানিয়েছিলেন, ‘শের খান’ আসছে। শের খান’ পরিচালনার পাশাপাশি গল্প, চিত্রনাট্য এবং সংলাপ করছেন সানী সানোয়ার নিজেই। কিন্তু শেষ পর্যন্ত জানা গেল, আপাতত হচ্ছে না সিনেমাটি।