শাকিবের সঙ্গে কি আর সিনেমা করবেন অপু বিশ্বাস?
ঢাকাই চলচ্চিত্র অঙ্গনের সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাসের দাম্পত্য সম্পর্কে যখন ফাটল, তখনই শাকিবের জীবনে আবির্ভাব ঘটে জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর। দীর্ঘদিন প্রেম করার পর তারা বিয়েও করেছেন। কিন্তু বর্তমানে এই সম্পর্ক নিয়েও রয়েছে ধোঁয়াশা।
সাম্প্রতিক সময়ে শাকিব গণমাধ্যমে একাধিকবার বলেছেন, বুবলীর সঙ্গে কোনো সম্পর্ক নেই তার। অন্যদিকে, বিভিন্ন মাধ্যমে বুবলী সবসময় বলে আসছেন, শাকিব এখনো তার স্বামী। তাদের মধ্যে ডিভোর্স হয়নি।
এসব নিয়ে সরগরম স্যোশাল মিডিয়া। তবে সবসময় শাকিবের প্রতি সমর্থন জানিয়ে আসছেন তার সাবেক স্ত্রী ও আব্রাহাম খান জয়ের মা অপু বিশ্বাস।
এদিকে, সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে অপু শাকিবের সঙ্গে চলচ্চিত্র ও বাস্তবজীবন নিয়ে কথা বলেছেন। সিনেমায় তাদের জুটি নিয়ে অপু বলেছেন, শাকিব-অপুর যে ব্যাপার দর্শকরা সেটি ভুলতেই পারেন না, আমাদের জুটিকে মানুষ পজিটিভলি দেখেন।
একসঙ্গে অভিনয়ের বিষয়ে তিনি বলেছেন, কোনো ছবিতে অভিনয়ের জন্য শুধু নায়ক-নায়িকা প্রধান বিষয় নয়, প্রযোজক, পরিচালকসহ অন্যদেরও একসঙ্গে হতে হবে। তবে এমন পরিস্থিতি বা সুযোগ তৈরি হলে আমি এবং শাকিব দুজনেই কাজ করব।
পাশাপাশি শাকিব খানের প্রসঙ্গ টেনে অপু বিশ্বাস বলেছেন, শাকিব অনেক বড়মাপের একজন সুপারস্টার। শাকিব খান বাংলাদেশে এমন একটা নাম, আসলে স্মৃতির পাতায় যাদের নাম লেখা থাকে, যেমন উত্তম কুমার, রাজ্জাক, ফারুক তাদের মতো বড়মাপের একজন অভিনেতা তিনি।
তাই কিং খানের বিষয়ে মন্তব্য করার আগে আমার মনে হয় যে কারও ৫০ বার পানি খেয়ে তারপর কথা বলা দরকার। কারণ উনি যে মানের নায়ক, যতটা শক্তিশালী নায়ক, তাকে সম্মান দেওয়ার জন্যও আমাদের যোগ্যতা অর্জন করতে হবে; সেখানে মন্তব্য করা তো অনেক দূরের কথা।
এদিকে, অপু বিশ্বাস তার প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’র প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী ঈদুল আযহা উপলক্ষে এই ছবিটি মুক্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে।