শাকিব-পূজার সিনেমা ‘গলুই’ মুক্তি পাচ্ছে ঈদে

সিনেমার নাম ‘গলুই’। সিনেমায় লালু ও মালা চরিত্রে পর্দায় ধরা দিয়েছেন শাকিব খান ও পূজা চেরী। ছবিতে লালুর বউ নন মালা! তাহলে কি প্রেমিকা? সেই উত্তর পাওয়া যাবে সিনেমায়।

পূজার প্রেমে পড়েছেন শাকিব; আর শাকিবে মুগ্ধ পূজা! নির্মাতা এস এ হক অলিকের ‘গলুই’ সিনেমায় ‘লালু’কে দেখতে জামালপুর-বগুড়ার মধ্যবর্তী বিস্তীর্ণ চরাঞ্চলে নেমেছিল ভক্তদের ঢল!

ভক্তরা শাকিবকে তার ক্যারিয়ারের শুরুতে গ্রা মীণ জনপদের সাদামাটা লুকে দেখেছেন। গল্পের প্রয়োজনে শাকিব আবারও পর্দায় দাঁড়িয়েছেন লুঙ্গি-ফতুয়া পড়ে। নায়িকা পূজা চেরির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ‘গলুই’ সিনেমায়।

নতুন খবর হল, নির্মাতা এস এ হক অলিক নিশ্চিত করেছেন ঈদেই মুক্তি পাচ্ছে শাকিব-পূজার সিনেমা ‘গলুই’। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ‘গলুই’।

নৌকার গলুই থেকেই সিনেমার নামকরণ করা হয়েছে ‘গলুই’। গলুই নৌকার গুরুত্বপূর্ণ অংশ, তাই এ গলুইয়ের সঙ্গে মানুষের জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে চিত্রনাট্য।

গেল বছরের ২৮ ডিসেম্বর কোনো প্রকার আপত্তি ছাড়াই বা কর্তন ছাড়াই মুক্তির অনুমতি পেয়েছে সিনেমাটি। সেন্সর বোর্ডে প্রদর্শনের পর এ অনুমতি দেওয়া হয়েছে।