শান্তিরক্ষা মিশনে লেবাননের পথে নৌবাহিনীর ৮০ সদস্য
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিতে লেবাননের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছেন নৌবাহিনীর ৮০ সদস্য।
গতকাল বিকেলে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতিসংঘের একটি বিশেষ বিমানে লেবাননের উদ্দেশে রওয়ানা দেন তারা। এর আগে তারা দুই মাসের প্রশিক্ষণে অংশ নেন। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ২০১০ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে আসছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি