শার্শায় দুই থানার দুই এএসআইসহ ৪জন আটক : ২ পিচ স্বর্ণের বার উদ্ধার, প্রাইভেট কার জব্দ

১২৮

সাতক্ষীরার কলারোয়া থানার এএসআই ইছাহক ও পাটকেলঘাটা থানার এএসআই মামুন রেজাসহ ৪ জনকে ২ পিচ স্বর্ণের বারসহ নাভারন সাতক্ষীরা মোড় থেকে আটক করেছে শার্শা থানা পুলিশ। বুধবার সন্ধায় তাদেরকে আটক করা হয়। আটক অপর দুজন হচ্ছে স্বর্ণ পাচারকারী মানিকগঞ্জের দক্ষিনধর এলাকার দুদু মিয়ার ছেলে অসিম (৩২) ও পাটকেলঘাটা থানার এএসআই মামুন রেজার ছেলে আশিক রেজা (২০)। এ সময় পুলিশ একটি সাদা রংয়ের (যশোর-খ ১১-০১১৫) প্রাইভেট কার জব্দ করে।

শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শেখ তাসমিম আলম জানান, বুধবার দুপুর ২টার দিকে নাভারন সাতক্ষীরা মোড়ে থানার এস আই আনোয়ারুল আজিম ডিউটিরত থাকাকালে দেখতে পান মোড়ে দুইজন লোক একজনকে জোরপূর্বক ধরে টানা-টানি করছে। দ্রুত সেখানে ছুটে যেয়ে বিষয়টি জানতে চায়। এসময় উক্ত দুইজন পুলিশ পরিচয় দেয়। বিষয়টি সন্দেহ হলে তাদেরকে আটক করে তল্লাশী করলে অসিম নামে উক্ত ব্যক্তির কাছ থেকে ২পিচ স্বর্ণের বার পাওয়া যায়। পরে তাদের প্রাইভেট কারসহ আটক করে শার্শা থানায় নিয়ে আসা হয়।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like