শাশুড়ির কোলে হাস্যোজ্বল ক্যাটরিনা

১০

বলিউডের শীর্ষ নায়িকাদের একজন ক্যাটরিনা কাইফ। কোটি কোটি ভক্তের স্বপ্নের নায়িকা তিনি। অর্থ-যশ-খ্যাতিতে রয়েছেন ক্যারিয়ারের চূড়ায়। গেল ডিসেম্বরেই অভিনেতা ভিকি কৌশলের সাথে সাত পাকে বাঁধা পড়েছেন ক্যাটরিনা। বিয়ের পর দারুন সংসারী মেজাজে আছেন অভিনেত্রী। নারী দিবসে দেখা গেল সেই সুখের একটি মুহূর্ত।

ইনস্টাগ্রামে ভিকি একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গেল, ভিকির মা বীণা কৌশলের কোলে বসে আছেন ক্যাটরিনা। দু’জনের মুখেই উচ্ছলতায় ভরা হাসি। ক্যাটের হাতে উপহারের বক্স। বোঝাই যাচ্ছে, শাশুড়ির কাছ থেকে উপহার পেয়েছেন তিনি।

ছবির ক্যাপশনে ভিকি প্রকাশ করেছেন নিজের অনুভূতি। লিখেছেন, আমার শক্তি, আমার পৃথিবী। ভিকির পোস্ট করা পারিবারিক সম্পর্কের আনন্দময় এই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কেবল ভিকির পোস্টেই এক রাতে ২৩ লাখের বেশি রিঅ্যাকশন পড়েছে। এছাড়া হাজার হাজার মন্তব্য তো রয়েছেই।

ছবিটির কমেন্ট বক্সে অভিনেত্রী অমৃতা খানভিলকর লিখেছেন, ‘কী সুন্দর’! নির্মাতা জয়া আখতারও লিখেছেন ‘কী সুন্দর ছবি’৷ গায়িকা হার্শদিপ কৌর লিখেছেন ‘ভীষণ আদুরে’৷ ক্যাটরিনার বোন ইসাবেল অবশ্য শুধু হৃদয়ের ইমোজি দিয়েই ভালোবাসা জানিয়েছেন।

গত বছরের ৯ ডিসেম্বর বিয়ে করেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা। বছর দুয়েক প্রেম করার পর রাজস্থানের ঐতিহাসিক একটি প্রাসাদে জমকালো আয়োজনে চার হাত এক করেন আলোচিত এই জুটি।