শাহআলীতে ২ কেজি গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

রাজধানীর শাহ আলী থানা এলাকা থেকে গাঁজাসহ মো. আব্দুর রহিম নামে এক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৫ মার্চ) শাহআলী থানার দিয়াবাড়ী উদয়ন মৎস আড়তের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে দিয়াবাড়ী উদয়ন মৎস আড়তের সামনে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ রহিমকে গ্রেফতার করা হয়। তার বাড়ি সিলেটের জৈন্তাপুরে।

তিনি বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে শাহ আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

You might also like