শাহরুখকে খোঁচা দিলেন প্রিয়াঙ্কা!
দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ সিনেমার মধ্য দিয়ে আবারও বড়পর্দায় ফিরেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গত ২৫ জানুয়ারি মুক্তি পাওয়া শাহরুখ অভিনীত ‘পাঠান’ সিনেমাটি এতদিন পরে এসেও রীতিমতো ভারতের বক্স অফিস শাসন করছে। এরইমধ্যে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের সর্বোচ্চ আয় করা হিন্দি সিনেমার তালিকার শীর্ষে উঠে এসেছে এ ছবিটি।
এদিকে, আগামী জুন মাসের শুরুতে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলিউড বাদশাহ অভিনীত আরও একটি অ্যাকশনধর্মী সিনেমা ‘জাওয়ান’। সবমিলিয়ে বলিউড যখন ভাসছে শাহরুখ উন্মাদনায় ঠিক তখনই তাকে খোঁচা দিলেন দুই মহাদেশের আলোচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
বেশ কিছুদিন আগে হলিউড নিয়ে শাহরুখ বলেছিলেন, ‘আমি বলিউডেই স্বচ্ছন্দবোধ করি। দিব্যি আছি, কী করতে হলিউডে যাব?’ এবার তারই উত্তর যেন কিং খানকে দিলেন পিগি চপস।
হলিউডের জনপ্রিয় সিরিয়াল ‘সিটাডেল’-এ অভিনয় করছেন প্রিয়াঙ্কা। এই সিরিয়ালের প্রচারে এসে সেই প্রসঙ্গ ফিরিয়ে আনেন তিনি। বলিউডে স্বস্তিতে দীর্ঘ দিন কাজ করার পরিবর্তে হলিউডে পা রাখতেই আগ্রহী ছিলেন উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমার জন্য ‘স্বাচ্ছন্দ্য খুব বিরক্তিকর শব্দ। আরাম পছন্দ করি না।’
যদিও শাহরুখের নাম উল্লেখ করেননি প্রিয়াঙ্কা। তবে ধারণা করা হচ্ছে, খোঁচাটা তাকেই দিলেন রক স্টার নিক জোনাসের স্ত্রী প্রিয়াঙ্কা।
বর্তমান সময়ে পিগি চপসের যত ব্যস্ততা সব হলিউড কেন্দ্রিক। হাতে রয়েছে তার একাধিক কাজ। এরইমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আন্তর্জাতিক তারকা হিসেবে। শিগগিরই তাকে দেখা যাবে ‘সিটাডেল’ নামের একটি সিরিজে। বহুভাষী এই সিরিজ়ে প্রধান চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। এই সিরিজ়ের হাত ধরেই হলিউডের প্রথম সারির তারকাদের তালিকায় উঠে এসেছে তার নাম।