শাহ আমানতে ২টি স্বর্ণের বার ও ২৪০ কার্টন সিগারেট জব্দ

১১০

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ২টি স্বর্ণের বার ও ২৪০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।

গতকাল রাতে মোরশেদ আলম নামে এক যাত্রীর ব্যাগেজ থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই টিম শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি বাড়ায়।

এ সময় মোরশেদ আলমের ব্যাগেজ তল্লাশিকালে ইজি লাইট ব্রান্ডের ২৪০ কার্টন সিগারেট ও ২৪ ক্যারেটের ২টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার হওয়া সিগারেট ও স্বর্ণ বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like