শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ দুবাইগামী যাত্রী আটক

১১৮

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রাসহ হাটহাজারী উপজেলার আবদুস শুক্কুর (৩৬) নামের এক যাত্রীকে আটক করেছে কাস্টম হাউসের কর্মকর্তারা।

বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে আটক করা হয়। উদ্ধার করা বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে-১৯ হাজার ৯৭৮ দিরহাম, ১২ হাজার ৩৭০ রিয়াল, ৩ হাজার ৩৭৫ দিনার এবং ১৩ হাজার ৬৮৫ মার্কিন ডলার।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্ধার বিদেশি মুদ্রা চট্টগ্রাম কাস্টম হাউসের উপ কমিশনার মো. নূর উদ্দিন মিলন জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ওই যাত্রী দুবাই যাওয়ার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার সঙ্গে থাকা একটি কাঁঠাল ও দুইটি আনারসের কার্টনে অবৈধ পণ্য রয়েছে বলে চ্যালেঞ্জ করা হয়। এরপর তল্লাশি চালিয়ে কাঁঠালের নিচে আলাদা একটি স্তরে বিদেশি মুদ্রাগুলো পাওয়া যায়। এরপর তাকে আটক করা হয়।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like