শাহ আমানত বিমানবন্দরে ১৬ লাখ ৬০ হাজার টাকার সিগারেট জব্দ

১১৩

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে ১৬ লাখ ৬০ হাজার টাকার সিগারেট জব্দ করা হয়েছে।

আজ (মঙ্গলবার) সকালে এসব সিগারেট জব্দ করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি কার্যক্রম জোরদার করে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই, কাস্টমস ও শুল্ক গোয়েন্দা টিম।

এ সময় মোহাম্মদ উল্লাহ, মামুনুর মিয়া ও রোকন উদ্দিন নামে তিন যাত্রীর ব্যাগেজ থেকে ৮৩০ কার্টন সিগারেট জব্দ করা হয়। পরে জব্দকৃত সিগারেট পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like