শাহ আমানত বিমানবন্দরে ৯টি চালান গায়েবের সত্যতা মিলেছে

১৬৫

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কোষাগারে রাজস্ব জমা না দিয়ে ৯টি চালান গায়েবের প্রাথমিক সত্যতা পেয়েছেন কাস্টম হাউসের কর্মকর্তারা।

ওয়াটার ওয়েজ শিপিং লিমিটেড নামের একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান চালানগুলো খালাসের দায়িত্বে ছিল। ২০১৮ সালের ডিসেম্বরে চালানগুলো খালাস করা হলেও বিষয়টি কাস্টমস কর্মকর্তাদের নজরে আসে অন্তত ৫ মাস পর। গত মে মাসে চট্টগ্রাম কাস্টম হাউসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে বিষয়টি খতিয়ে দেখা হয়। ৯টি চালানের অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন গত ১২ মে জমা দিয়েছেন বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার মো. নূর উদ্দিন মিলন। ওই প্রতিবেদনে তিনি জালিয়াতির মাধ্যমে কার্গো হল থেকে পণ্য ছাড় করায় আইনানুগ ব্যবস্থা নেয়া জরুরি বলে মন্তব্য করেন।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like