শিক্ষমন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের সুস্থতা কামনায় কারিগরি শিক্ষা বোর্ডে দোয়া মাহফিল

২৩৫

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী বিশিষ্ট আইনজীবী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র ট্রাস্টি বোর্ড সদস্য ড. তৌফিক নেওয়াজের সুস্থতা কামনা করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (রবিবার) বাদ আসর উক্ত দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো: মোরাদ হোসেন মোল্ল্যা, বোর্ডের সচিব মাহবুবুর রহমান,উপ-সচিব প্রশাসন নুর ই এলাহি, পরিদর্শক আব্দুল কুদ্দুস সরদার , উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শাহিন কাউসারসহ বিভাগীয় প্রধান ও সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ।

ড. তৌফিক গত বৃহস্পতিবার রাতে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে আইসিইউতে নেন। তিনি কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর ব্রেন স্ট্রোক করেন বলে জানা যায়।

তিনি বিশিষ্ট নিউরো চিকিৎসক ডা. দীন মোহাম্মদসহ বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like