শিক্ষার্থীদের দাবি মানা হচ্ছে ,ঘরে ফেরার আহ্বান প্রধানমন্ত্রীর
শিক্ষার্থীদের দাবি মেনে নেয়া হচ্ছে জানিয়ে, তাদের ঘরে ফিরিয়ে নিতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে, ১০টি জেলার ৩শ ইউনিয়নে অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রচার চালিয়ে একটি মহল দেশে অশান্তি তৈরীর পাঁয়তারা করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এসব গুজবে কান না দিয়ে সবাইকে সজাগ থাকার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি