শিক্ষা উপমন্ত্রীর প্রচেষ্টায় চট্টগ্রামে সংকট কাটছে করোনা পরীক্ষার কিটের

১০৫

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলের প্রচেষ্টায় চট্টগ্রামে ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে করোনা পরীক্ষার কিটের সংকট কাটছে বলে জানিয়েছে বিআইটিআইডি কর্তৃপক্ষ।

বিআইটিআইডি’র জন্য প্রায় ২ হাজার কিট স্বাস্থ্য অধিদপ্তর বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন বিআইটিআইডির পরিচালক প্রফেসর ডা. এম এ হাসান।

 স্বাধীনতা চিকিৎসক পরিষদের পক্ষে করোনা মোকাবিলায় গঠিত কমিটির বিভাগীয় সমন্বয়ক ডা. আ ন ম মিনহাজুর রহমান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী জানান, উপমন্ত্রী কিটগুলো পাঠানোর ব্যবস্থা করেছেন।

রাতেই কিটগুলো বিআইটিআইডিতে পৌঁছে যাবে। এর আগে গত ৩০ মার্চ বিআইটিআইডি’তে ১ হাজার কিট দেন মহিবুল হাসান চৌধুরী।

You might also like