শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে দুই পক্ষের সংঘর্ষ; আহত-৫

৩২০

বগুড়া শহরের বিয়াম মডেল স্কুল এন্ড কলেজে দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষকসহ কমপক্ষে ৫ জন ছুরিকাহত হয়েছেন। সোমবার ( ১১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের নিশিন্দারা এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানটির স্কুল বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান চলাকালিন স্কুলের ছাত্র ও বহিরাগতদের মধ্যে পূর্ব শত্রুতার জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনায় গুরুতর আহতদেরকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সংবাদ পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই বিবাদকারীরা পালিয়ে যায়। তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়ার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম বদিউজ্জামান জানান, শিক্ষা প্রতিষ্ঠানটির সিসিটিভির ফুটেজ পুলিশের হাতে রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like