শিগগিরই বঙ্গবন্ধুর সাজাপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে

১১০

অবিলম্বে বঙ্গবন্ধুর সাজাপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার সূত্রাপুর ফায়ার সার্ভিস মাঠে সূত্রাপুর থানা আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগস্টের আলোচনা সভায় তিনি এ কথা জানান। শুধু খুনিদের বিচার কার্যকরই নয়, নারকীয় এই হত্যার পিছনে থাকা কুশীলবদের তদন্ত কমিশনের মাধ্যমে মুখোশ উম্মোচন করা হবে বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like