শিবগঞ্জে ১২৮ জন এতিমের মাঝে চেক বিতরণ

৯১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১২৮ জন এতিমের মাঝে ১৫ লাখ ৩৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চাইন্ড সেনসিটিভ স্যোসাল প্রটেকশন ইন বাংলাদেশ’র যৌথ সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান, ইউনিসেএফ’র চাইল্ড প্রটেকশন অফিসার ফাতেমা খাইরুন্নাহার, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব খাদিজা নাজনীন, ইউএনও চৌধুরী রওশন ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র এ আর এম আজরী মো. কারিবুল হক রাজিন উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like