শিবপুরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষ, নিহত ১
নরসিংদীর শিবপুর উপজেলায় কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শফিকুল ইসলাম (৩৮) এক যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা-মনোহরদী আঞ্চলিক সড়কের শিবপুরে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক আফজাল হোসেন জানান, ঢাকা থেকে ফ্রেশ সিমেন্ট নিয়ে একটি কাভার্ডভ্যান মনোহরদীর দিকে যাচ্ছিল। অপরদিক থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি ইটাখোলার দিকে যাওয়ার সময় শিবপুর উপজেলার খাদ্য গুদামের সামনে ওভারটেক করার সময় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি অটোরিক্সাটি ধুমড়ে মুছড়ে যায় এবং ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে যায় এবং সিএনজিতে থাকা এক যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছে। হতাহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ডেস্ক নিউজ/বিজয় টিভি