শিমুলিয়া ফেরি ঘাটে যাত্রী ও যানবাহন চলাচল স্বাভাবিক
দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাত্রীদের ভিড় স্বাভাবিক আছে। ফেরি ঘাটগুলোতে ছোট বড় যানবাহনের কিছুটা চাপ থাকলেও লঞ্চ চলাচল শুরু হওয়ায় ফেরি ঘাটে যাত্রীদের তেমন কোন ভিড় নেই। এদিকে সকাল বেলা থেকেই মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল করতে দেখা গেছে। ঢাকা-মাওয়া মহাসড়ক ও ঢাকা চিটাগাং মহাসড়কে বাস-ট্রাক, লেগুনা সিএনজি ব্যাটারিচালিত রিকশা মিশুকসহ সকল প্রকার যানবাহন চলাচল করতে দেখা যায় ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম জানান, নৌরুটে ১০ টি ফেরি চলছে। ঘাটে পদ্মা নদী পারের অপেক্ষায় প্রায় তিনশত ছোট বড় যানবাহন রয়েছে। তবে, ফেরি ঘাটে যাত্রীদের কোন ভিড় নেই।
এদিকে, শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। লঞ্চে উভয়মুখী যাত্রীদের স্বাভাবিক চলাচল রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর শিমুলিয়া ঘাটের সহকারি পরিচালক সাহাদাত হোসেন জানান, ‘এ রুটে মোট ৮৭ টি লঞ্চের মধ্যে ৭৮ টি লঞ্চ চলাচল করছে। বাকী লঞ্চগুলোর কাগজপত্র আপডেট করা নেই বিধায় চালাতে পারছে না। লঞ্চঘাটগুলোতে যাত্রীদের চাপ স্বাভাবিক রয়েছে।’