শিরোনামহীনের গান ‘এই অবেলায়’ ২ কোটি ভিউ স্পর্শ
বাংলাদেশের ব্যান্ড দলগুলোর মধ্যে তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা নিয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে আসছে ‘শিরোনামহীন’। নিজেদের গানে এক অন্যরকম মাদকতা নিয়ে দর্শকদের উপহার দিয়ে যাচ্ছে একাধিক আলোচিত গান।
‘শিরোনামহীন’ ব্যান্ডের আলোচিত ও জনপ্রিয় একটি গান ‘এই অবেলায়’। তাদের গান এই প্রজন্মের শ্রোতা-দর্শকের পছন্দের তালিকার শীর্ষে।
এ গান দিয়ে তুঙ্গস্পর্শী শ্রোতা ভালোবাসায় ভেসেছেন জিয়া, ইস্তিয়াক, দিয়াত খান ও কাজী শাফিন আহমেদরা। নতুন খবর হল, সম্প্রতি শিরোনামহীনের তুমুল আলোচিত গান ‘এই অবেলায়’ ২ কোটি ভিউ স্পর্শ করেছে।
গানটি ২০১৯ সালের ৩০ মে শিরোনামহীন ব্যান্ডের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। এরপর থেকেই গানটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।
‘এই অবেলায়’ গানটি কনসার্টেও তুমুল জনপ্রিয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এই গানটির নানা রকম ভিডিও ক্লিপ রয়েছে। ব্যান্ডের বেজিস্ট, গীতিকার, সুরকার ও শিরোনামহীনের প্রতিষ্ঠাতাপ্রধান জিয়া ফেসবুকে এ বিষয়ে শুভেচ্ছা বার্তা দিয়েছেন।
তিনি লিখেন, ‘২০ মিলিয়নের ক্লাব। রুচিশীল শ্রোতাদের প্রতি ভালোবাসা রইলো। লেইম কন্টেন্টে কেউ ব্যবহার করলেও ভালো গান নষ্ট হয়ে যায় না’।
সেই পোস্টে তিনি আরও লেখেন, ‘ভালো গানকে নিয়ে ট্রল বা ব্যান্ডের নাম পরিবর্তন করে সার্কাজম, নতুন শ্রোতাদের কাছে নিজেকে অনেক পুরাতন শ্রোতা প্রমাণ করার স্মার্টনেস দেখাতে গিয়ে ব্যান্ডকে ছোট করা, নিজের অজান্তেই অজ্ঞতা আর লেইম মানসিকতার পরিচয় দেয়া, কোনো কিছুই ভালো গানকে খারাপ বানিয়ে ফেলে না’।