শিল্পাকে উরফির বোন বলে কটাক্ষ!

১২

বলিউডের অন্যতম ফিট অভিনেত্রী বলা হয় শিল্পা শেঠিকে। ৪৭ বছর বয়সে এসেও নিজের দুর্দান্ত ফিগার ধরে রেখেছেন তিনি। যার নেপথ্যে রয়েছে তার ওয়ার্কআউট রুটিন আর স্বাস্থ্যকর খাবার। নেটিজেনদের মতে, এই দুইয়ের মিশেলেই এমন আকর্ষণীয় ফিগার ধরে রেখেছেন দুই সন্তানের জননী শিল্পা শেঠি।

তার সমসাময়িক অনেক নায়িকাই এখন আলোচনার বাইরে। কিন্তু শিল্পা তার ফ্যাশন আর স্টাইল স্টেটমেন্ট দিয়ে নিয়মিতই থাকে আলোচনায়। তবে এবার শিল্পা এমন পোশাক পরলেন, যে তাকে ‘উরফি জাভেদের বোন’ তকমা দিলেন নেটিজেনরা!

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি বিগ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাদা রঙের প্যান্ট স্যুটে হাজির হয়েছিলেন শিল্পা। কোমর পর্যন্ত খোলা ছিল তার ব্লেজারের নেকলাইন। ভেতরে ট্রান্সপারেন্ট টপ পরেছিলেন নায়িকা। এদিন গায়ের উপর ব্লেজার ঝুলিয়ে রেখেছিলেন শিল্পা।

খোলামেলা পোশাকের কারণে শিল্পার সমালোচনা করতে ছাড়েননি নেটিজেনদের একটা বড় অংশ। সামাজিক মাধ্যমে একজন লিখেছেন, শুধু উরফি পরলেই দোষ! আর এই আন্টিগুলো যা খুশি তাই পরে বেড়াবে? অন্যজন লিখেন, জনপ্রিয়তা পেতে সুন্দর পোশাক পরতে হয়, পোশাক খুলে শরীর দেখাতে হয় না।

শিল্পার এমন পোশাক নিয়ে নেটদুনিয়ায় যেমন হাসির রোল উঠেছে, তেমন অনেকেই আবার নায়িকার গ্ল্যামারাস লুক আর আউটফিটের প্রশংসাও করেছেন। অনেকেরই দাবি ৪৭ বছর বয়সেও এমন হটনেস বজায় রাখা সহজ ব্যাপার নয়!

You might also like