শিশুকে বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে যাত্রীর মৃত্যু
নীলফামারীতে এক শিশুকে বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের কাজীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রী রহুল আমিন (২৮) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দুরদিয়া এলাকার সাত্তার হোসেনের ছেলে। তিনি উত্তরা ইপিজেডের দেশবন্ধু কোম্পানিতে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাযোগে সৈয়দপুরে যাচ্ছিলেন রুহুল। ঘটনাস্থলে একটি শিশুকে বাঁচাতে গিয়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় রুহুল গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউপ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।