শিশু নাবিলা আক্তারের ধর্ষণ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবি

১২০

কুমিল্লায় শিশু নাবিলা আক্তারের ধর্ষণ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে স্বজন, এলাকাবাসী ও মানবাধিকার কর্মীরা।

রোববার কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখা।

মানববন্ধনে বক্তব্য রাখেন নাবিলার বাবা আবুল কালাম, মা হালিমা আক্তার, বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা শাখার সভাপতি এএইচ এম তারিকুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন।

মানবববন্ধনে বক্তারা বলেন, শিশু নাবিলাকে ধর্ষণের পর হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। কিন্তু এক মাসেরও বেশি সময় পার হলেও এখনও খুনীদের চিহ্নিত করে গেফতার করা হয়নি। অবিলম্বে খুনীদের গ্রেফতার করতে হবে।

উল্লেখ্য গত ১৮ ডিসেম্বর সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণনগর গ্রাম থেকে শিশু নাবিলার লাশ উদ্ধার করে পুলিশ। এ সংক্রান্ত কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করে নাবিলার পরিবার।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like