শিশু নুসাইবা ফুল হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড

১৩২

কুমিল্লায় শিশু নুসাইবা ফুল হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক এম.এ আউয়াল এ রায় দেন। জানাযায়, ২০১৪ সালের ৪ জানুয়ারি নুসাইবা ফুল নামে ৮ বছরের শিশুকে তার বাড়ির সামনে থেকে অপহরণ করে দন্ডপ্রাপ্তরা।

এরপর পরিবারে কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে রুবেল নামে এক আসামীকে আটক করা হয়। তার দেয়া স্বীকারোক্তি মতে ঘটনার ৫দিন পর ৯ জানুয়ারি নুরপুর কাজী বাড়ি পুকুর থেকে ফুলের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like