শিশু হাসপাতালে রুশ হামলার তীব্র নিন্দা জেলেনস্কির
ইউক্রেনের মারিওপোল শহরের একটি শিশু হাসপাতালে রুশ সেনাদের বোমা হামলার ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। হামলার পর অনেকেই ওই হাসপাতাল ভবনের নিচে আটকে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। রাশিয়া দেশটিতে গণহত্যার মত অপরাধ করছে বলেও অভিযোগ করেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়েছে।
এই ঘটনার নিন্দা জানিয়ে ইউক্রেনে রুশ সেনারা রাসায়নিক অস্ত্রের হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে হোয়াইট হাউজ।
এক বার্তায় ইউক্রেনের সামরিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছে, রুশ বাহিনীর গতি কমে এলেও কিয়েভ ঘেরাওয়ের পরিকল্পনা বাদ দেয়নি মস্কো। এজন্য রিজার্ভ সেনা আনা হচ্ছে বলেও দাবি তাদের।
এদিকে, যুদ্ধ বন্ধে আজ তুরস্কে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে শান্তি আলোচনায় বসছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য পোল্যান্ড পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও।