শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে তলিয়ে যাওয়া কিশোরের মরদেহ উদ্ধার
গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া মাহাবুব কাজী (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে কাপাসিয়া থানা পুলিশ।
সোমবার (৫ জুন) সন্ধ্যায় নদীতে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহাবুব উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দেইলগাঁও গ্রামের আলম কাজীর দ্বিতীয় ছেলে। সে স্থানীয় একটি চায়ের দোকানে কাজ করতো।
রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর।
ওসি জানান, স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।