শুরু হলো ফরগটেন রূটস সিজনঃ ২ এর শ্যুটিং

১০৭

সুদূর লন্ডন থেকে অডিশন শেষ করে বাংলাদেশে ফরগটেন রূটস-২ এর শ্যুটিং ১লা জুলাই ২০১৯ থেকে শুরু হয়েছে। এখানে বাংলাদেশের বংশদ্ভূত তৃতীয় প্রজন্মের ১০ জন ছেলে মেয়ে যারা টিনএজ(যাদের বয়স ১৪-১৮) তাদেরকে এই অনুষ্ঠানে আনা হয়েছে বাংলাদেশ সম্পর্কে জানানোর জন্য।

এই অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস সম্পর্কে কথা বলে তাদের মেনটরিং করবেন বিশিষ্ট তথ্য-প্রযুক্তিবিদ সুফি ফারুক। ২০১১ সালে এ টি এন বাংলায় সর্ব প্রথম এই অনুষ্ঠানের সিজন ১ প্রচারিত হয়।  এই বছর বিজয় টিভিতে সিজন ২ প্রচারিত হবে সেপ্টেম্বর ২০১৯ থেকে।

 

 

 

 

 

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি