শুরু হয়েছে ফরগটেন রুটস সিজন-২ এর শ্যুটিং
শুরু হয়েছে ফরগটেন রুটস সিজন-২ এর শ্যুটিং। পিলার প্রোডাকশন ইউকের প্রযোজনায় শনিবার এই রিয়েলিটি শো-র শ্যুটিং হয়ে গেলো নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও নয়াপুর তাঁত পল্লীতে।
বাংলাদেশি বংশদ্ভুত ১০ ব্রিটিশ ৪র্থ ও ৩য় প্রজন্মের ছেলে মেয়েরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থানে তাদেরকে নিয়ে শেখানো হচ্ছে বাংলাদেশের ইতিহাস। রিয়েলিটি শোটি সেপ্টেম্বর থেকে বিজয় টিভিতে এবং লন্ডনে এটিএন বাংলায় প্রচারিত হবে। প্রতিযোগীতায় বিজয়ীকে ১০ হাজার পাউন্ডের ডায়মন্ড দেয়া হবে। ডিসেম্বরে প্রতিযোগীতার গ্রান্ড ফিনালে লন্ডনে অনুষ্ঠিত হবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি