শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ অনেক দূর এগিয়ে গেছে : মোশাররফ হোসেন

৮৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ অনেক দূর এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

গতকাল চট্টগ্রাম জেলা পরিষদ চত্বরে উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বাংলাদেশ আজ সব সূচকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন বিশ্ব উন্নয়নের রোল মডেল।

চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সাবেক সহ-সভাপতি অধ্যাপক মঈনুদ্দীন ও আবুল কালাম আজাদসহ অন্যরা।

 নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like