শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের মহাযজ্ঞ চলছে : সাফিয়া খাতুন

১০২

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের মহাযজ্ঞ চলছে উল্লেখ করে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাফিয়া খাতুন, এ ধারা অব্যাহত রাখতে রেজাউল করিমকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।

আজ (শনিবার) সকালে আসন্ন চট্টগ্রাম সিটি নির্বাচনে, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সমাবেশে তিনি এ আহ্বান জানান।

মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদা বেগম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ অন্যরা।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like