শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দূর্বার গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার দুপুরে দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মৌড়া গ্রামে শেখ রাশেদ বিন মোহাম্মদ রাশেদ আল মাকতুম ইয়াতিম খানার নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরলস প্রচেষ্টায় বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচয় করিয়েছেন। সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের জন্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মেহেরী, আরব আমিরাতের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কর্মকর্তা সালেহ আলী আব্দুর রহমান আব্দুল্লাহ, সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডা. এ আর খান সহ অন্যরা।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like