শেখ হাসিনা এখন আর নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ নন :রেজাউল করিম
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, শেখ হাসিনা এখন আর নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ নন। তিনি এখন বিশ্বনন্দিত একজন রাষ্ট্রনায়ক, সাম্যতার ভিত্তিতে বিশ্ব অর্থনৈতিক উন্নয়নে অনুকরণীয় নেতৃত্ব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নগরীর চৌমুহনীর বরফকলস্থ মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পরে তিনি নগরীর বায়েজীদে ৭১ সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ-এর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি