শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন বলেই দেশে খাদ্যের অভাব দূর হয়েছে- কৃষিমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন বলেই দেশে খাদ্যের অভাব দূর হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক।
জামালপুর জেলার আওনা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি একথা বলেন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্যদের বরাদ্ধকৃত ১ লক্ষ টাকা অর্থের চেক ও ত্রাণ বিতরণ করা হয়। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডঃ এনামুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি