শেখ হাসিনা বাঙালি ও বাংলাদেশের জন্য যা করেছেন তা ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি ও বাংলাদেশের জন্য যা করেছেন তা পৃথিবীর ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
গতকাল (শনিবার) চট্টগ্রামের সাতকানিয়ার মরফলা আর.এম.এন উচ্চ বিদ্যালয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য স্বাধীনতাবিরোধী চক্র সব সময় ওঁৎ পেতে ছিল। কিন্তু তারা সফল হয়নি। শেখ হাসিনা তার নেতৃত্বে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গেছে, বিশ্ব আজ তার দিকে তাকিয়ে আছে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ ড. অধ্যাপক আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ানসহ আরো অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি