শেরপুরের কামারেরচর ইউনিয়নকে ভিক্ষকমুক্ত ঘোষণা

৯২

শেরপুরের সদর উপজেলার কামারেরচর ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে উদ্বোধন করা হয়েছে পুনর্বাসন কর্মসূচির। সোমবার সকালে কামারের চর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঘোষণা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব। উপজেলা প্রশাসনের আয়োজনে ও কামারের চর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিুর রহমান হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জন কেনেডি জাম্বিল, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) আমিনুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আনার কলি মাহবুব ভিক্ষুকদের পুনর্বাসন প্রকল্পের আওতায় ভিক্ষুকদের মাঝে ৫টি রিক্সাভ্যান প্রদান করেন। এছাড়া চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের পক্ষ থেকে ভিক্ষুকদের শাড়ি, লুঙ্গি এবং জেলা প্রশাসকের তহবিল থেকে জনপ্রতি ৫শ টাকা করে দেয়া হয়।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like