শেরপুরে নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময় সভা

১১৭

দুর্নীতি বন্ধে প্রয়োজনে প্রচলিত আইনের কঠোর প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন ময়মনসিংহের নবনিযুক্ত বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার সকালে শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা জানান তিনি। সরকারি কর্মচারীদের দুর্নীতিমুক্ত থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, দাপ্তরিক কাজে ফাঁকি দেয়া কর্মচারীদের কোনো ছাড় দেয়া হবে না। শেরপুরের জেলা প্রশাসক আনারকলি মাহবুবের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

নিউজ ডেস্ক/ বিজয় টিভি

You might also like