শেরপুরে নিখোঁজ বৃদ্ধার বস্তাবন্দী মরদেহ উদ্ধার

৬৯

শেরপুরের নকলায় নিখোঁজের চারদিন পরে খোদেজা বেগম (৬০) নামের এক বৃদ্ধার বস্তাবন্ধি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা মধ্যপাড়ায় নিহত ওই বৃদ্ধার বাড়ির আঙ্গিনা থেকে মরদেহ উদ্ধার করে নকলা থানা পুলিশ। খোদেজা বেগম একই এলাকার মৃত. আশকর আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই বৃদ্ধা গত ৭ তারিখ রাত থেকে নিখোঁজ হন। পরে ৮তারিখে নকলা থানায় লিখিত ভাবে অবহিত করেন ওই বৃদ্ধার ছেলে খোরশেদ আলী।

আজ সকালে বাড়ির আঙ্গিনা থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশিরা দেখে কুকুর মাটি আচড়িয়ে বস্তার মুখ বের করার চেষ্ঠা করতেছে। কাছাকাছি গিয়ে দেখে বস্তায় গলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মাটি খুড়ে গর্ত থেকে বস্তাভর্তি লাশ উদ্ধার করলে খোরশেদ আলী সনাক্ত করে এটা তার মায়ের লাশ। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, এ ঘটনায় নকলা থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

You might also like