শেরপুরে পালিত হলো ‘বিশ্ব পরিবেশ দিবস’

১৫৮

সাইকেল র‌্যালি, বৃক্ষরোপন, বিতর্ক প্রতিযোগিতার মধ্যে দিয়ে শেরপুরে পালিত হলো ‘বিশ্ব পরিবেশ দিবস’। মঙ্গলবার সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে সাইকেল র‌্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

দিবসটি উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন, জনউদ্যোগ, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) সহ কয়েকটি স্বেচ্ছাসেবি সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসাবে গাছের চারা বিতরণ করেন।

দিবসটি পালনে আয়োজন করা হয় বিতর্ক প্রতিযোগিতার। জেলা প্রশাসনের ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like