শেরপুরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

১০৩

শেরপুর পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের ৪ সদস্য আহত হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদক ও অস্ত্র।

মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার ধোপাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে নিহতের পরিচয় কিংবা আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তারা।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like