শেরপুরে বাল্যবিয়ে, যৌতুক ও মাদক প্রতিরোধ শিক্ষার্থীদের শপথ

৮৬

শেরপুরের কামারেরচর ইউনিয়নে পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাল্যবিয়ে, যৌতুক ও মাদকের বিরুদ্ধে শপথ নিয়েছে। সোমবার দুপুরে জেলা সদরের কামারের চর ইউনিয়নের বিদ্যালয়টির চত্বরে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের শপথ করান জেলা প্রশাসক আনার কলি মাহবুব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জন কেনেডি জাম্বিল, সদর উপজেলা কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফিরোজ আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণমাধ্যমকর্মী আছাদুজ্জামান মোরাদ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ করা হয়।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like