শেরপুরে মুরগীর খামারে বিষ প্রয়োগের প্রতিকার চাওয়ায় হামলা
নিজের মুরগীর খামারে বিষ প্রয়োগের বিচার চাওয়ায় শেরপুরে প্রতিপক্ষের হামলায় খামারের মালিক ও তার স্ত্রীসহ ৪ জন আহত হয়েছেন। শুক্রবার বিকালে শেরপুর জেলা সদরের চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হচ্ছে স্থানীয় মুরগীর খামারের মালিক মাসুদ রানা জনি, তার স্ত্রী তাহমিনা আক্তার লিমা, খামারির পিতা হাফিজুর রহমান ও মা মাসুদা বেগম। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে।
আহত মাসুদ রানা জানান, সম্প্রতি তার মুরগীর খামারে কয়েকজন দুবৃত্ত বিষ প্রয়োগ করায় তিনি ক্ষতিগ্রস্ত হন। এ ব্যাপারে তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতেই ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের মিনাছ আলী, আনাছ আলী, স্বপন মিয়াসহ অন্যান্যরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, খামারি মাসুদ রানা জনির স্ত্রী লিমার অবস্থা আশংকাজনক।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, এ বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। ইতোমধ্যে একজনকে আটক করেছে পুলিশ।