শেরপুর পৌরসভার উদ্যোগে বন্যাকবলিতদের ত্রাণ বিতরণ

১০৫

শেরপুর পৌরসভার উদ্যোগে বন্যাকবলিতদের ত্রাণ বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসনের সহায়তায় পৌর শহরের চাপাতলী, শেরীপাড়াসহ বেশ কয়েকটি এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। এ উপলক্ষেআয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম। পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুলসহ অন্যান্যরা।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like