শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোফাজ্জল হোসেন (৩৪) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকার রমজান আলীর ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান স্বজনদের বরাত দিয়ে জানান, নিহত তোফাজ্জল হোসেন পোল্ট্রি ব্যবসার পাশাপাশি একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি দিয়ে নিজেই উৎপাদিত ডিম বিভিন্ন দোকানে সরবরাহ করতেন। গতকাল তিনি তার ভ্যানগাড়িটি শোবার ঘরের পাশে রেখে চার্জ দিচ্ছিলেন। ভোররাত পৌনে ৪টার দিকে হঠাৎ ভ্যানগাড়িতে আগুন দেখতে পেয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন।

আহতাবস্থায় তোফাজ্জলকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

You might also like