শ্রীপুরে লজ্জায় যুবকের আত্মহত্যা
গাজীপুরের শ্রীপুরে চাঁদাবাজদের চাঁদা না দেয়ায় তারা জোরপূর্বক নগ্ন করে ভিডিওধারণ করে জামাল উদ্দিনের। সেটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিলে জামাল উদ্দিন আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার উপজেলার টেপিরবাড়ি এলাকায় নিজ ঘরের রশিতে ঝুলে আত্মহত্যা করেন তিনি। পুলিশ জানায়, এ ঘটনায় নিহত জামাল স্থানীয়দের কাছে বিষয়টি জানিয়েও কোনো প্রতিকার পাননি। এ ঘটনায় চারজনকে আসামি করে থানায় একটি পর্নোগ্রাফি ও আত্মহত্যা প্ররোচণা আইনে মামলা দায়ের করেছে নিহতের ছেলে হৃদয়। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি