শ্রীলংকার প্রধানমন্ত্রীর পদত্যাগ
তুমুল বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। সোমবার তিনি পদত্যাগ করেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম।
গত শুক্রবার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে চলমান রাজনৈতিক সংকট সমাধানের জন্য প্রধানমন্ত্রীকে পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন। প্রেসিডেন্ট গোটাবায়া প্রধানমন্ত্রী মাহিন্দার ছোট ভাই।
গত এপ্রিল থেকে শ্রীলংকায় অর্থনৈতিক সংকট শুরু হয়। বৈদেশিক ঋণে জর্জরিত দেশটি নিজেকে ‘অর্থনৈতিকভাবে দেউলিয়া’ ঘোষণা করে। এরপর থেকেই প্রধানমন্ত্রী রাজাপক্ষের পদত্যাগের দাবি জোরদার হয়।